ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

মৌলভীবাজার ও ফেনীর কয়েক হাজার মানুষ পানিবন্দী

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী ও মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এদিকে মৌলভীবাজার ও ফেনীর নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
মৌলভীবাজারের মনু ও ধলাই নদের পানি ১১ ফুট বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের স্রোতে ভোরে মনু নদীর কুলাউড়ার ৩টি এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। এদিকে কমলগঞ্জের পুরাতন প্রতিরক্ষা বাঁধ ও ধলাই নদীর বাঁধ ভেঙ্গে জনপদে পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে ও ফুলগাজী অংশে প্রতিরক্ষা বাধের দুটি স্থানে ভাঙন শুরু হওয়ায় ফুলগাজী ও পরশুরামের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল এখনও পানির নিচে।