ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ভিড় বেড়েছে রাজধানীর মুদির দোকানে (ভিডিও)

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার

ঈদের আগে জমে উঠেছে নিত্যপণ্যের বাজার। শেষ সময়ে ক্রেতারা ভীড় করছেন সেমাইয়ের দোকানগুলোতে। তেল, ঘি, বাদাম এবং গুঁড়ো দুধের দাম স্থিতিশীল থাকলেও, কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে চিনির দাম।

শবে কদরের ছুটির দিনে কেনা-কাটা করতে সকাল থেকেই ক্রেতারা ভিড় করছেন রাজধানীর মুদি দোকানগুলোতে। তবে সেমাইয়ের দোকানগুলোতে ভিড় ছিল কিছুটা বেশি।

বিক্রেতারা বলছেন, লাচ্ছা বা খোলা সেমাই রমজানের আগে যে দামে বিক্রি হচ্ছিল, এখনো একই দাম রয়েছে।

এছাড়া, বাদাম, ঘি, দুধসহ অন্যান্য উপকরনের দামও রয়েছে আগের মত। শুধু খোলা চিনির দাম কেজিতে বেড়েছে দু’ থেকে তিন টাকা।

পণ্যমূল্য স্থিতিশীল থাকায় খুশি ক্রেতারাও। তবে এবার সেমাই বিক্রি তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা।