ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

পাঁচশ থানায় রবি’র ৪.৫ জি

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার

দেশের পাঁচশ থানায় ছয় হাজারের বেশি বিটিএস সাইটে ৪.৫জি এবং ফোরজি প্লাস সাইট চালু করেছে রবি। পাশাপাশি রবিতে ৪.৫জি গ্রাহক সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে দেশের অন্যতম শীর্ষ এই মোবাইল নেটওয়ার্ক অপারেটরের।

বর্তমানে দেশের প্রায় ৯০ শতাংশ থানা থেকেই চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের এই সেবা পাচ্ছে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা।

রবি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, “এই মাইলফলক অর্জন করার জন্য রবি পরিবারের প্রত্যেক সদস্যদের ধন্যবাদ জানাই। স্পষ্টতই এ অর্জন ৪.৫জি সেবার ক্ষেত্রে আমাদের প্রতিযোগীদের অনেকদূর এগিয়ে গেল। এই শিল্পে ডিজিটাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পথ চলছি আমরা। ৫শ’টি থানায় ৬ হাজারের বেশি ৪.৫জি বিটিএস সাইট চালু করার মাধ্যমে রবি সে লক্ষ্য অর্জনে অনেকটাই এগিয়ে গেল।”

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারী দেশব্যাপী ৬৪টি জেলায় রবি’র ৪.৫জি এবং এয়ারটেলর ফোরজি প্লাস সেবা চালু করেছে রবি আজিয়াটা লিমিটেড।

//এস এইচ এস//