Ekushey Television

দীপিকার বাসায় ভয়াবহ আগুন (ভিডিও) 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০৮:৫৬ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার

দীপিকার বাসায় ভয়াবহ আগুন (ভিডিও) 

দীপিকার বাসায় ভয়াবহ আগুন (ভিডিও) 

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুম্বাইয়ের বাসায় লেগেছে ভয়াবহ আগুন। বুধবার দুপুরে মুম্বাইয়ে ওরলির বহুতলে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইঞ্জিন ও ৫টি ট্যাঙ্কার পৌঁছায়। খবর: এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।  

দীপিকার এক ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানায়, আগুন লাগার সময় ভবনটিতে দীপিকা ছিলেন না। তিনি বাহিরে একটি ব্র্যান্ড শুটিংয়ে ছিলেন।

বহুতল এই ভবনে দীপিকার অফিসও রয়েছে। সেখানে আরও নামিদামি অনেক সেলিব্রিটিরাও থাকেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, আবাসনের ৩৪ তলায় প্রথমে আগুন লাগে। ৯০ জনকে ইতিমধ্যে আবাসন থেকে উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে ওই আবাসনে আগুন লাগার পরে আতঙ্ক ছড়ায় এলাকায়। আগুন লাগার পর ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। ফলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। উঁচু জায়গা হওয়ায় পানি নিয়ে যেতেও সমস্যা হচ্ছে। অগ্নিকাণ্ডের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

নিচের ভিডিওটি ইন্ডিয়া টিভি থেকে নেয়া-

এসি