ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

স্পেনের নতুন কোচের দায়িত্ব পেলেন ফার্নান্দো

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার | আপডেট: ১২:০২ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

স্প্যানিশ ফুটবল ফেডারেশন কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করার পর স্পেনের জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছেন। বুধবার রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার ফার্নান্দো ইয়েররোকে  এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার রিয়াল মাদ্রিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ৩ বছরের চুক্তিবদ্ধ হন লোপেতেগি। স্প্যানিশ ফেডারেশনকে কিছু না জানিয়ে  রিয়ালের সঙ্গে যোগাযোগ করায় তাকে পরদিন আজ বুধবার বহিস্কারক করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তার কয়েক ঘণ্টার মধ্যে নতুন কোচ নিয়োগ দেওয়া হয়। আগামী শুক্রবার পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের।

উল্লেখ্য, নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়া ফার্নান্দো ইয়েররো ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের সহাকারী কোচের দায়িত্ব পালন করেছেন। এরপর গত ২৭ নভেম্বর স্পেন জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টরের পদে যোগ দেন। এছাড়া অনূর্ধ্ব-২১ দলের কোচ আলবার্ট সেলাদেসের নামও ছিল। তবে শেষ পর্যন্ত দায়িত্ব পান ফার্নান্দো হিয়েরো।

 

এমএইচ/ এসএইচ/