ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

মালয়েশিয়া মাতাতে আসছেন আইয়ুব বাচ্চুসহ সাত তারকা  

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

প্রকাশিত : ১০:০৭ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার

সারা দিন উৎসব আর প্রিয়জনের সাথে প্রতিটি মুহূর্তের আনন্দ ভাগাভাগি করার নাম ঈদ হলেও প্রবাস জীবনে সবাইকে ছেড়ে ঈদ কাটানো যে কতটা বেদনাদায়ক তা একমাত্র প্রবাসীরাই ভালো জানেন। 

রক্তের বন্ধনে আবদ্ধ পরিবার, পরিজনের কথা অন্যান্য দিন মনে না হলেও অথবা মনে না হবার ভান করে কাটিয়ে দিলেও ঈদের দিন সে অভিনয় করা যায় না, তাই প্রবাসীদের ঈদের আনন্দ ভাগাভাগির জন্য আয়োজন করা হচ্ছে এজিডি পিক্সার্চ`র আয়োজনে ঈদ পরবর্তী কনসার্ট অনুষ্ঠান।

প্রবাসের দুঃখ ভুলে, এসো মাতি প্রাণের সুরে...। এই পতিপাদ্যকে সামনে রেখে ঈদ-উল ফিতরের পর আগামী ৩০ জুন কুয়ালালামপুর আসছেন আইয়ুব বাচ্চু, ইমরান, মিলা, ফেরদৌস, পূর্ণিমা ও আবু হেনা রনি। ঈদ উৎসব এর পরে এ কনসার্টকে ঘিরে ইতিমধ্যে প্রবাসীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

এজিডি পিক্সার্চ`র ফেসবুক পেইজে বিভিন্ন ব্যানারের পাশাপাশি ইতিমধ্যে আপলোড করা হয়েছে আইয়ুব বাচ্চুর একটি ভিডিওচিত্র যেখানে তিনি বলছেন `আসছি মালয়েশিয়ায়, দেখা হবে ৩০ জুন শনিবার কুয়ালালামপুরে`। একই ধরনের ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে ফেরদৌস, পূর্ণিমা ও আবু হেনা রনির।

এজিডি পিক্সার্চে`র চেয়ারম্যান দাতু সেলিম মঙ্গলবার রাতে সংবাদ সম্মলনে বলেন, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়াতে কনসার্টকে ঘিরে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমাদের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ণ হয়েছে। ক্ষুণ্ন হওয়া এই ভাবমূর্তি ফিরিয়ে আনতে এজিডি পিক্সার্চ এই কনসার্টটি করার উদ্যোগ নিয়েছে।

এছাড়া, প্রবাসে দেশের ভাবমূর্তি অক্ষুন্ণ রাখার দায়ভার কিছুটা হলেও প্রবাসীদের ওপর বর্তায়। এই কনসার্টের মাধ্যমে সমগ্র মালয়েশিয়ায় একটি বার্তা পৌঁছে দিতে চাই যে, আমরা বাংলাদেশিরাও পারি একটি মনসম্পন্ন অনুষ্ঠান উপহার দিতে।

সংবাদ সম্মলনে উল্লেখ করা হয়, দর্শক মাতাতে মঞ্চে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় শিল্পি ইমরান, মঞ্চ কাঁপানো শিল্পী মিলা, জনপ্রিয় অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী পূর্ণিমা ও কমেডিয়ান আবু হেনা রনি। থাকবেন স্থানীয় শিল্পী ইয়াসমিন আজিজ ও বাংলা গানে স্থানীয় শিল্পীদের নাচ।

এ ছাড়া অনুষ্ঠানের পরিকল্পনায় কিছু ব্যতিক্রমী চমক রয়েছে যেগুলো দর্শক অনুষ্ঠানের দিন উপভোগ করতে পারবেন। যারা টিকিট ক্রয় করছেন তাদের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লটারির মাধ্যমে আইফোন, স্যামসাংসহ ১০টি মোবাইল ফোন।

অনুষ্ঠানস্থলে বিকেল ৪টা থেকে ঢুকতে পারবেন দর্শকরা। নিচ্ছিদ্র নিরাপত্তায় কাজ করবে স্থানীয় সিকিউরিটি সদস্যরা (রেলা)। ভিভিআইপি, ভিআইপি, গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে নির্দিষ্ট সংখ্যক টিকিটের ব্যবস্থা রয়েছে। পরিবার ও মেয়েদের জন্য পৃথক বসার ব্যবস্থাও রয়েছে। প্রথমবারের মতো মোবাইলে টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে। এতে করে যে কেউ ঘরে বসে টিকিট কিনতে পারবেন।

টিকিটপ্রাপ্তি ও যে কোনো তথ্যের জন্য একটি হটলাইন নাম্বার (+601111606193) সার্বক্ষণিক চালু রয়েছে। টিকিট কেনার পর মোবাইলে কনফার্মেশন ম্যাসেজ যাবে বলেও জানান তিনি।

এ ছাড়া ঢাকা থেকে আসা ১৯জন শিল্পী ও কলাকুশলীকে বিমানবন্দরে অভ্যর্থনা থেকে শুরু করে স্টেজ পারফর্ম ও বিদায় পর্যন্ত সুন্দর ও পরিকল্পিত পরিকল্পনা রয়েছে বলে জানান এজিডি পিক্সার্চ`র কর্ণধার দাতু সেলিম।

এসি