ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

হৃদয় বলছে ব্রাজিল, কিন্তু মাথা বলছে জার্মানি, ফ্রান্স

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

এবারের রাশিয়া বিশ্বকাপে কে জিতবে? কারা কারা এগিয়ে থাকবে? এ সব বিষয় ছাড়াও ফুটবলের সার্বিক বিষয় নিয়ে কথা হয় বাংলাদেশের অন্যতম সেরা ফুটবল বিশ্লেষক গোলাম সারোয়ার টিপু।

সারোয়ার টিপু নিজে ব্রাজিলের সমর্থক৷ কিন্তু তার বিচার-বিশ্লেষণ বলছে, এবার জার্মানি আর ফ্রান্সের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশি ৷ ফ্রান্সের চেয়েও জার্মানিকে এক্ষেত্রে এগিয়ে রাখছেন তিনি৷

শুরুতে তিনি বলেন, পাঁচটি দলের এবার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে। এর মধ্যে তার প্রিয় দল ব্রাজিল ছাড়াও আছে জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা ও স্পেন৷ এই পাঁচটির মধ্যে চারটি দল সেমিফাইনাল খেলবে বলে তার ধারণা৷

তিনি বলেন, বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় সব দলই ভালো৷ তবে বিশ্বকাপ জেতার জন্য প্রয়োজন ফুটবল ঐতিহ্য, নিয়মিত জেতার অভ্যাস, ফাইনাল খেলার অভ্যাস ইত্যাদি৷

২০ বার আয়োজিত বিশ্বকাপে এখন পর্যন্ত জিতেছে মাত্র আটটি দল। এর মধ্যে জার্মানি সবচেয়ে বেশি আটবার ফাইনালে উঠেছে৷ জিতেছে চারবার৷ ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলও কিন্তু এতবার ফাইনালে খেলেনি।

তিনি বলেন, জার্মানির ফুটবল সবসময় আমাকে অবাক করে৷ তিনি বলেন, জার্মান দল একটা মেশিনের মতো৷ মাঠে কোনো সময় কোনো প্লেয়ার একটা সেকেন্ডের জন্যও রিলাক্স করে না৷ এই যে অ্যাটিটিউড, এটা দুর্দান্ত একটা ব্যাপার৷ এটা তারা কীভাবে এত বছর ধরে মেনটেন করছে, তা আমি চিন্তা করে বের করতে পারি না৷

তিনি আরোও বলেন, জার্মানির কিন্তু ইন্ডিভিজুয়ালি খুব ব্রিলিয়ান্ট প্লেয়ার নেই৷ তারা একটা গ্রুপ৷ জার্মানির সবচেয়ে বড় জিনিস হলো তাদের বেঞ্চ একই রকমের৷ মাঠে যে ১১ জন খেলে আর বেঞ্চে যারা থাকে, তাদের মধ্যে বেশি ডিফারেন্স নেই৷ এমন দলেরই তো চ্যাম্পিয়ন হওয়া উচিত৷

এরপর জার্মান কোচ ইওয়াখিম ল্যোভের প্রতিও তার ভালো লাগার কথা জানান৷ দেখুন, কোচ ল্যোভ গতবছর কনফেডারেশন কাপে তরুণ দল খেলিয়েছে৷ এই তরুণদের কয়েকজনকে তিনি বিশ্বকাপের দলেও রেখেছেন৷

কনফেডারেশন কাপ খেলায় এই তরুণদের কাছে বিশ্বকাপ খেলাটা চাপের হবে না৷ দারুণ একটা কাজ করেছেন তিনি৷

তবে এবারের বিশ্বকাপে ফ্রান্সের কাপ জেতার বড় সম্ভাবনা দেখছেন তিনি৷

তিনি বলেন, ফ্রান্সের আসলে ভালো করা উচিত৷ কারণ, তাদের তরুণ আর অভিজ্ঞ খেলোয়াড়দের একটা ভালো কম্বিনেশন আছে৷ এই প্লেয়াররা যে যার ক্লাব দলে ভালো ভূমিকা রেখেছেন৷ এখন কোচ যদি তাদের মধ্যে টিউনিংটা ভালো করতে পারেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা আছে।ডয়েচে ভেলে

এমএইচ/ এআর