ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৪ ১৪৩১

চাল আমদানি শুল্ক বৃদ্ধির ঘোষণার প্রভাব পাইকারি বাজারে(ভিডিও)

প্রকাশিত : ১২:২১ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

বাজেটে চাল আমদানি শুল্ক বৃদ্ধির ঘোষণা এরই মধ্যে প্রভাব ফেলেছে নওগাঁর পাইকারি বাজারে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা চাল বন্দর থেকে খালাসে লোকসান বাড়ছে। ধানও কিনতে হচ্ছে চড়া দামে। ফলে খুচরা বাজারে বাড়ছে চালের দাম।

বাজেট পেশের দিন থেকেই চাল আমদানিতে ২৮ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বৃদ্ধির এমন ঘোষনায় বিপাকে পড়েছেন তারা। বর্ধিত শুল্কে চাল খালাস লোকশান গুনতে হচ্ছে। একই সাথে দেশের বাজারে ধানের দামও বাড়তি।

এরই মধ্যে স্থানীয় বাজারে কেজিতে চালের দাম বেড়েছে ৩ টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, পাইকারি পর্যায়েই দাম চড়া। 

ব্যবসায়ী নেতারা বলছেন, কৃষকদের কথা মাথায় রেখে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত যৌক্তিক। তবে ব্যবসায়ীদের স্বার্থও বিবেচনায় নিতে হবে।

শুল্ক বাড়ানোর বোঝা যেন সাধারণ ক্রেতার ঘাড়ে না চাপ সেজন্য এখনই বাজার নিয়ন্ত্রণের দাবি ভোক্তাদের।