ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

মোদিকে নিয়ে বই লিখছেন প্রণব!

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

রাষ্ট্রপতি হিসেবে নিজের অভিজ্ঞতা এবার মলাটে আনতে চলেছেন প্রণব মুখোপাধ্যায়। সেই বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজের অভিজ্ঞতা  গুরুত্বসহ স্থান পাবে। নিজের টুইটার অ্যাকাউন্টে সে কথাই জানিয়েছেন ভারতের সাবেক এ রাষ্ট্রপতি।
এর আগে তিনটি বইয়ে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রণব মুখোপাধ্যায়। প্রকাশনা সংস্থা রূপা পাবলিকেশন জানিয়েছে, ড্রামাটিক ডিকেড, টার্বুলেন্ট ইয়ার ও কোয়ালিশন ইয়ারের পর প্রণব মুখোপাধ্যায়ের লেখা চতুর্থ বইও প্রেসিডেন্টিয়াল ইয়ার প্রকাশ করতে চলেছে তারা।
রূপা পাবলিকেশন্সের বিবৃতি অনুযায়ী, চতুর্থ বইটিতে রাষ্ট্রপতি ভবন থেকে নিজের চোখে দেখা সব ঘটনার কথা লেখনীর মাধ্যমে তুলে ধরবেন প্রণব মুখোপাধ্যায়। অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারি, নোট বাতিল, সার্জিক্যাল স্ট্রাইক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কলম ধরবেন তিনি।
দিন কয়েক আগে আরএসএসের তৃতীয় বর্ষের প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি থাকা নিয়ে বিস্তর রাজনৈতিক টানাপোড়েন চলেছিল। এবার প্রণববাবুর চতুর্থ বইয়ে মোদীকে নিয়ে কী লেখা থাকে, সেটাই দেখার।
সূত্র : জিনিউজ।
/ এআর /