ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিক গতিতেই গাড়ী চলছে

প্রকাশিত : ০১:২১ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে চাপ থাকলেও অনেকটা স্বাভাবিক গতিতেই চলছে গাড়ী।

তবে যাত্রী সংখ্যা বেড়ে য্ওায়ায় বাসের ছাদে, ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা দিয়ে যানবাহন চলাচল করছে স্বাভাবিক গতিতে। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্তও নেই যানজট। হাইওয়ে পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ করছে। অন্যদিকে লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট ফেরি ঘাট দিয়ে মাত্র তিনটি ফেরি চলাচল করছে। ফলে ৬ থেকে ৮ দিন ধরে নদী পারাপারে অপেক্ষায় রয়েছে পণ্যবাহীসহ কয়েকশ গাড়ী। ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে বিঘœ ঘটছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।