ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

মালয়েশিয়াগামী বাংলাদেশীসহ রোহিঙ্গাদের নৌকা ডুবি

প্রকাশিত : ০২:২৩ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে নৌকা ভেঙ্গে এখন মিয়ানমারের রাখাইনে বাংলাদেশীসহ শতাধিক রোহিঙ্গা।

মিয়ানমার সরকারের মুখপাত্র জ তয়ে জানান, সোমবার সকালে রাখাইন উপকূলে নৌকাটি ভেঙ্গে গেলে আরোহীরা সবাই সাঁতারে তীরে পৌঁছান। নৌকায় ১০৪ আরোহীর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশী রয়েছেন বলে জানান তিনি। তাদের মংডুতে প্রত্যাবাসন শিবিরে রাখা হয়েছে। যাচাই বাছাই শেষে বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে। আর রোহিঙ্গারা প্রত্যাবাসনে রাজি হলে তাদের রেখে দেয়া হবে বলে জানায় মিয়ানমার। এদিকে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো মিয়ানমার সফর করছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের নতুন দূত ক্রিস্টিনা শ্রেনার। রোহিঙ্গা সংকট নিয়ে বুধবার নেপিদোতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে বৈঠক করেন তিনি।