ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষ চলছে

প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

 

ইয়েমেনের হুদাইদাহ বন্দরে সরকার সমর্থিত সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথি বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ চলছে। নিহত হয়েছে কমপক্ষে ২৬ জন।

বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, বিমানবন্দর ও দক্ষিণে আল-দুরাহমি এলাকায় এই সংঘর্ষ চলছে। নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ৪ সেনা সদস্য ও ২২ জন হুথি বিদ্রোহী রয়েছেন। বন্দরটি ছাড়তে হুথি বিদ্রোহীদের বেঁধে দেয়া সময় পার হওয়ায় বুধবার হামলা শুরু করে সৌদি জোট। এরইমধ্যে অন্তঃত ১৮টি বিমান হামলা চালিয়েছে তারা। এ ঘটনায় যুক্তরাজ্যের আহ্বানে আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ বন্দর দিয়ে সবচেয়ে বেশি ত্রাণ প্রবেশ করে ইয়েমেনে। হামলা-সংঘর্ষে মানবিক সংকট আরো তীব্র হবে বলে আশংকা করা হচ্ছে।