ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

ট্রেনের এলোমেলো সিডিউলে দুর্বিসহ ঈদযাত্রা [ভিডিও]  

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার

আনন্দের ঈদ যাত্রায় রাজধানীর ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের স্রোত নেমেছে।

বাসে তুলনামূলক ভীড় কম হলেও লঞ্চ ও ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ। ট্রেনে শিডিউল বিপর্যয়ের ভোগান্তির পাশাপাশি ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছেন যাত্রীরা।     

ঈদ যাত্রার বাহন হিসেবে ট্রেনেই আস্থা মানুষের। তবে শেষ দিনে এসে এলোমেলো শিডিউল। নির্ধারিত সময়ে ছাড়ছে না বেশিরভাগ ট্রেন। অতিরিক্ত যাত্রীর চাপ আর গরমে হাসফাস অবস্থা যাত্রীদের

ট্রেনের ভেতরে জায়গা পাওয়া রীতিমত সৌভাগ্যের বিষয়। দরজা, বগির সামনে গাদাগাদি অবস্থা। ছাদে ভ্রমণের পাশাপাশি দুই বগির মাঝের এই ফাঁকা জায়গায় ঝুঁকিপূর্ণভাবে অনেকেই ধরেছেন বাড়ির পথ।

এদিকে শিডিউল বিপর্যয়ের জন্য অতিরিক্ত যাত্রীর চাপকেই দায়ী করলেন কমলাপুর স্টেশন ম্যানেজার।

মানুষের ভিড় ছিল সদরঘাট টার্মিনালেও। তবে নির্ধারিত সময়েই ছাড়ছে বিভিন্ন রুটের লঞ্চ। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটওয়ারী। পরে আইজিপি জানান, এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে। 

এদিকে বাস টার্মিনালগুলো থেকেও ঠিক সময়েই ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যের বাস। তবে শেষ দিনে বাস টার্মিনালে ভীড় তুলনামুলক কম।   

ভিডিও: 

এসি