ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

মরক্কো বনাম ইরানের ম্যাচের ‘ম্যাচ ফ্যাক্ট’

প্রকাশিত : ১১:৩০ পিএম, ১৫ জুন ২০১৮ শুক্রবার

ফুটবল পাগল পাঠকদের জন্য বিশ্বকাপ আসর উপলক্ষ্যে প্রতি ম্যাচের পর ‘ম্যাচ ফ্যাক্ট’ এর আয়োজন থাকছে ইটিভি অনলাইনে। আজ শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মরক্কো এবং ইরান। গ্রুপ-বি এর প্রথম এই ম্যাচের ম্যাচ ফ্যাক্ট পাচ্ছেন এখানে।   

ম্যাচ ফ্যাক্ট

মরক্কো

বিষয়

ইরান

গোল

১ (আত্মঘাতী)

১২

আক্রমণ

অন টার্গেট

আক্রমণ প্রতিরোধ

কর্ণার

অফসাইড

৬৪%

বল দখল

৩৬%

৮৪%

নির্ভূল পাসিং

৬৫%

হলুদ কার্ড

লাল কার্ড

২০

ফাউল

১২

৪-২-৩-১

ফরম্যাট

৪-১-৪-১

রেনার্ড হার্ভে

কোচ

কুইরেজ কার্লোস

ম্যাচ রেফারিঃ সাকির কুনেত (তুরস্ক)

সহযোগী রেফারি ১ঃ দুরান বাহাতিন (তুরস্ক)

সহযোগী রেফারি ২ঃ অঙ্গুন তারেক (তুরস্ক)

চুতুর্থ রেফারিঃ কারাসেভ সার্জেই (রাশিয়া)     

এসি