ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

বৃষ্টি ভেজা চাঁদরাত, গরমে স্বস্তির ঈদ

প্রকাশিত : ০৬:৫৫ এএম, ১৬ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০৮:৪৬ এএম, ১৬ জুন ২০১৮ শনিবার

শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে তাই আজ পবিত্র ঈদুল ফিতর। তবে চাঁদরাতে ঢাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। বাসাতের সঙ্গে বৃষ্টি ভ্যাপসা গরমে নগরবাসীদের অনেকটা স্বস্তি দিয়েছে। তবে এই বৃষ্টিপাত ঈদের দিন ভোরেও হয়েছে।  তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে (শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার) বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া-বিজলী চমকানোসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা বন্দরকে তিন নম্বর পুনঃতিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এসএ/