ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

ইতালিকে হারিয়ে সেমিফাইনালে জার্মানি

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৩ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০১:৪৫ পিএম, ৩ জুলাই ২০১৬ রবিবার

ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ইউরো ফুটবলের সেমিফাইনালে উঠলো বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। কোয়ার্টারের হাইভোল্টেজ ম্যাচে গুলশান হামলায় ঘটনায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে ইতালি। আর ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে মেসুত ওজিলের গোলে এগিয়ে যায় জার্মানি। অবশ্য ১০ মিনিট পরে পেনাল্টি থেকে ইতালিকে সমতায় ফেরান বেনুচ্চি। অতিরিক্ত সময়েও গোল পায়নি কোনো দল। টাইব্রেকারে প্রথম ৫টি করে নেয়া শটে দু’দলের তিনজনই গোল করতে পারেনি। পরের তিন শটে গোল করেন ইতালির জাকারিনি, মার্কো পারলো ও মাত্তিয়া দে শিলিও। তবে, মাত্তেও দারমেইনের শট রুখে দেন জার্মানির গোলরক্ষক নয়্যার। শেষ পর্যন্ত ৬-৫ এর জয়ে সেমিফাইনাল ওঠে বিশ্ব চ্যাম্পিয়নরা।