ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত

প্রকাশিত : ০৮:০৫ এএম, ১৮ জুন ২০১৮ সোমবার | আপডেট: ১০:২৭ এএম, ১৮ জুন ২০১৮ সোমবার

নীলফামারী জেলার সৈয়দপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী নৈশকোচের সঙ্গে সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।
রবিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বাইপাস সড়কে একটি নৈশকোচ পিকনিকের যাত্রী ভর্তি একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে পিকনিক শেষে নীলফামারী ফিরছিলো। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি নৈশকোচ ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি উল্টে যায়। একই সঙ্গে ওই সময় পেছন দিক থেকে আসা অপর একটি নৈশকোচ তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকাআপ ভ্যানে থাকা আট জন ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যায়। এ ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বাসিন্দা বলেও জানা যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএ/