ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

৪৮১ করে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

প্রকাশিত : ১০:২৬ এএম, ২০ জুন ২০১৮ বুধবার | আপডেট: ১১:০৬ এএম, ২০ জুন ২০১৮ বুধবার

ওয়ানডেতে নিজেদের গড়া সর্বোচ্চ ৪৪৪ রানের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেট ইতিহাসে ৪৮১ করে নতুন রেকর্ড গড়লো ইংল্যান্ড।

নটিংহামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৪৮১ সংগ্রহ করে ইংল্যান্ড। দলের হয়ে জনি বেয়ারস্ট ১৩৯ ও আলেক্স হেলসই করেন ১৪৭ রান। এছাড়া অধিনায়ক ইয়ন মরগ্যান করেন ৬৭ রান। আর ওপেনার জেসর রয়ের ব্যাট থেকে আসে ৮২ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৭ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ট্রাভিস হেড। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডেতে ৩-০ তে সিরিজ নিশ্চিত করলো স্বাগতিক ইংল্যান্ড।