ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বিশ্বকাপে কারা সবচেয়ে ভালো ও খারাপ খেলছেন?

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত কারা সবচেয়ে ভালো ও খারাপ খেলেছেন তাদের নিয়ে শুরু হয়েছে দর্শকদের বিচার বিশ্লেষণ। দর্শকরা তাদের পছন্দের বিষয় জানিয়েছেন। ইংল্যান্ডের দর্শকদের দেওয়া রেটিং অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়েছে।

সেরা কি লিওনেল মেসি? না। নেইমার? না। ক্রিস্টিয়ানো রোনাল্ডো? তাও না।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে দর্শকরা সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন মেক্সিকোর হার্ভিং লোজানোকে। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে নাটকীয় গোল করার পর তিনি টুর্নামেন্টের আকর্ষণীয় খেলোয়াড় হয়ে উঠেছেন।

আক্রমণভাগের এই ফুটবলারের গড় রেটিং ৮ দশমিক ৩৫। শক্তিশালী স্পেনের বিরুদ্ধে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যাট্রিক সত্ত্বেও তার অবস্থান চতুর্থ, রেটিং ৮ দশমিক ১৩।

স্পেনের ইসকো পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রেটিং। পর্তুগালের সাথে স্পেনের ড্র করা ম্যাচে তার ভূমিকার জন্যে ইসকো এই রেটিং পেয়েছেন।

তৃতীয় ও পঞ্চম স্থানে আইসল্যান্ডের দু`জন। আর্জেন্টিনার সাথে ১-১ গোলে ড্র করার পর সেরা পাঁচজনের তালিকার তিন নম্বরে আইসল্যান্ডের গোলরক্ষক হান্স হ্যালডর্সন এবং পঞ্চম স্থানে একই দলের গোলদাতা আলফ্রেড ফিনবোগাসন।

এখন পর্যন্ত সেরা দল

শক্তিশালী আর্জেন্টিনার সাথে ড্র করার পর সবার দৃষ্টি কেড়েছে বিশ্বকাপে নবাগত দল আইসল্যান্ড। বিভিন্ন দল থেকে সেরা পারফর্মারদের নিয়ে দর্শকরা যখন নিজেদের পছন্দের দল গঠন করছেন, তাতে জায়গা করে নিচ্ছে আইসল্যান্ডের খেলোয়াড়রাই।

এই দলে আছে আইসল্যান্ডের হ্যালডর্সন এবং ফিনবোগাসন। আছেন একই দেশের মিডফিল্ডার গিলফি সিগুর্ডসন এবং রক্ষণভাগের রাগনার সিগুর্ডসন। গোলরক্ষকও আইসল্যান্ডের- হ্যালডর্সন।

মিশরের সাথে ১-০ গোলে জেতার পর সবচেয়ে বেশি রেটিং পাওয়া ডিফেন্ডার দিয়েগো গডিন আছেন সেরা খেলোয়াড়দের নিয়ে গঠন করা এই দলে। আছেন সার্বিয়ার ডিফেন্ডার অ্যালেক্সান্ডার কলারভ, যিনি কোস্টারিকার বিরুদ্ধে ফ্রি-কিক থেকে গোল করে সবাইকে চমকে দিয়েছেন।

মধ্যমাঠে আছেন জাপানের মিডফিল্ডার শিনজি কাগাওয়া। কলাম্বিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেছেন তিনি। আছেন সেনেগালের ইদ্রিসা গুয়েই। পোল্যান্ডের সাথে সেনেগালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

ভালো খেলেন নি যারা

তাদের একজন লুইস সোয়ারেজ। মিশরের বিরুদ্ধে খারাপ খেলার কারণে সবচেয়ে কম রেটিং যাদের তাদের একজন উরুগুয়ের এই স্ট্রাইকার।

তারচেয়েও কম ভোট পেয়েছেন কলাম্বিয়ার কার্লোস সাঞ্চেজ, খেলা শুরু হওয়ার তিন মিনিটের মাথায় তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। ভালো খেলতে পারেন নি সৌদি আরবের স্ট্রাইকার মোহান্নাদ আসেরি।

যেসব খেলোয়াড়ের রেটিং সবচেয়ে কম তাদের বেশিরভাগই সৌদি আরবের। দশজনের ছ`জনই তাদের। খারাপ পারফর্মারদের তালিকায় আরো আছেন ফ্রান্সের বেঞ্জামিন পাভার্ড এবং পোল্যান্ডের ডিফেন্ডার থিয়াগো সিওনেক।

দর্শকরা মনে করছেন ইংল্যান্ডের রাহিম স্টারলিং, স্পেনের গোলরক্ষক ডাভিড ডে হায়া তারাও তাদের আশানুরূপ খেলতে পারেননি। ডে হায়ার ভুলে পর্তুগালের রোনাল্ডো একটি গোল পেয়েছিল স্পেনের বিরুদ্ধে।

মেক্সিকোর সাথে পরাজয়ের পর জার্মানির মারিও গোমেজ, সামি খেদিরা, ম্যাটস হামেল্স এবং মেসুত ওজিলও দর্শকদের হিসেবে খারাপ খেলেছেন।

বিস্ময়কর সাফল্য

আইসল্যান্ড এবং মেক্সিকো সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে দর্শকদের। কিন্তু আর কোন কোন খেলোয়াড় এখনও ফুটবল-প্রেমীদের চোখে পড়ার অপেক্ষায়?

রেটিং অনুসারে এগিয়ে আছেন দুজন গোলরক্ষক- একজন মেক্সিকোর গুলেরমো ওচোয়া এবং দক্ষিণ কোরিয়ার চো হিউন-উ। আরো আছেন সার্বিয়ার মিডফিল্ডার সের্গেই মিলিনকোভিচ-সাভিচ।

উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে দুটো গোল করায় নজর কেড়েছেন রাশিয়ার উইঙ্গার ডেনিস চেরিশেভও। আর ইংল্যান্ডের যে খেলোয়াড় রেটিং-এর শীর্ষে তিনি হ্যারি কেইন, ৭ দশমিক ০৯।

উল্লেখ্য, এবারের রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই নানা নাটকীয়তায় ভরপুর। প্রথমত: বর্তমান চ্যাম্পিয়নের পরাজয়, দ্বিতীয়ত: আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুটো দলেই প্রতিপক্ষের সাথে ড্র এবং তৃতীয়ত: স্পেন ও পর্তুগালের থ্রিলার ম্যাচ- সবকিছু মিলিয়ে জমে উঠছে এবারের বিশ্বকাপ। বিবিসি বাংলা

 এমএইচ/