ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

কানাডায় বৈধ হলো গাঁজা সেবন

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার

কানাডায় গাঁজা বৈধতা পেলো গাঁজা সেবন। দেশটির সংসদ সিনেট এক আইন পাস করে এই গাঁজা সেবনকে বৈধতা দেয়।

গতকাল মঙ্গলবার সিনেটে ৫২-২৯ ভোটে ‘দ্য ক্যান্নাবিস অ্যাক্ট’ নামের ঐ আইনটি পাস হয়। এই আইনের মাধ্যমে কীভাবে গাঁজা উৎপাদন হবে, সরবরাহ হবে এমনকি বিক্রি হবে তা নিয়ন্ত্রণ করা হবে।

পৃথিবীতে দ্বিতীয় দেশ হিসেবে কানাডায় গাঁজা উৎপাদন, সরবরাহ এবং সেবন বৈধতা পেলো। এর আগে ২০১৩ সালে গাঁজাকে বৈধতা দেয় উরুগুয়ে।  

গাঁজা সঙ্গে রাখা কানাডায় ১৯২৩ সাল পর্যন্ত অপরাধ ছিল। তবে চিকিৎসা বিষয়ে গাঁজা ব্যবহারকে বৈধতা দেওয়া হয় ২০০১ সালে।

গতকালের আইনের পর গাঁজার ওপর থেকে বিধি নিষেধ একরকম উঠেই গেলো। তবে আইনটি বলছে, এই গাঁজা শুধু বিনোদনমূলক উদ্দেশ্যে সেবন করা যাবে।

কানাডায় ওয়াইনের মতোই বেশ জনপ্রিয় গাঁজা। শুধু ২০১৫ সালেই দেশটিতে সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলারের সমান গাঁজার কেনাবেচা হয়। প্রায় একই পরিমাণ ওয়াইনের লেনদেন হয় দেশটিতে।

এতদিন গাঁজা অবৈধ থাকলেও কালোবাজারে হতো বিশাল অংকের এই লেনদেন। সরকার বলছে, কালোবাজারিদের দৌরাত্ম বন্ধ করতেই এই উদ্যোগ তাদের।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় আজ বুধবার বলেন, “আমাদের দেশের সন্তানদের গাঁজা পাওয়া খুব সহজ ছিলো যা থেকে অপরাধীরা মুনাফা করলো। আজ আমরা এর পরিবর্তন করলাম। গাঁজাকে বৈধতা দেওয়া এবং নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সিনেটে আমরা আইন পাস করলাম।”

আইন পাস হলেও এর কার্যকারিতা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। পাস হওয়ার পর আইনটিকে রাজার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সিনেট একটি তারিখ নির্ধারণ করবেন যে তারিখ থেকে আইনটি কার্যকর হবে।

সরকার জানিয়েছে, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক সরকার এবং পুলিশদের নতুন এই আইন সম্পর্কে প্রশিক্ষণ দিতে আট থেকে ১২ সপ্তাহ লেগে যেতে পারে।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//