ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

গাজীপুরে নির্বাচনী প্রচারণা তুঙ্গে [ভিডিও]

প্রকাশিত : ১০:২৫ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার

গাজীপুরে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে। তবে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চেয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। 

সকাল থেকেই নির্বাচনী প্রচারে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গণসংযোগ পথসভায় প্রতিশ্রুতির পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতা চান বিএনপি প্রার্থী। 

গাজীপুরা এলাকায় দিনভর প্রচার চালান আওয়ামীলীগ প্রার্থী। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ আনেন দিন।

এদিকে জেলাপ্রশাসকের কার্যালয়ে নির্বাচনে সমন্বয় কমিটির বিশেষ আইন শ্খৃলা বিষয়ক সভায় অংশ নেন বিজিবি, র‌্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

সভায় বিভিন্ন সংস্থার সাথে কথা বলেন সিইসি। পরে তিনি জানান, সব পক্ষই সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিয়েছে বলেও জানান সিইসি।

এদিকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের একটি দল নির্বাচনী এলাকা পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন।

গাজীপুর সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করেছে নির্বাচন কমিশন। ভোটাররাও অপেক্ষা শান্তিপূর্ণ পরিবেশে তাদের প্রতিনিধি বাছাইয়ের জন্য। এখন সময়ই বলে দেবে কে হচ্ছেন গাজীপুরের পরবর্তি নগর পিতা।

ভিডিও: https://youtu.be/7a-pDuHyaNM