ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

আর্জেন্টিনার ১২৮০ ফুট পতাকা

প্রকাশিত : ১১:২১ এএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার

বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে বিশ্ব। বাংলাদেশও এর ব্যাতিক্রম নয়। ভক্তরা তাদের পছন্দের দলের খেলোয়ারদের জার্সি গায়ে জড়াচ্ছেন। পতাকাও শোভা পাচ্ছে ঘরের ছাদে ছাদে।
এবার ১২৮০ ফুট পতাকা তৈরি করে শিরোনামে এসেছেন রাজশাহীর বাঘার আর্জেন্টিনার এক ভক্ত। এই পতাকা দেখার জন্য ভিড় করছেন অনেকেই। আড়ানী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাহাপুর রাস্তায় বেশক’টি দোকানের উপর দিয়ে ঝুলানো হয়েছে আর্জেন্টিনার এই পতাকা।
১২৮০ ফুট দৈর্ঘের পতাকাটি ঝুলিয়েছেন সাহাপুর গ্রামের রজফ আলী। তিনি একজন গুড় ব্যবসায়ী। পতাকাটি তৈরি করতে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। পতাকাটি সাহাপুর থেকে বেড়েরবাড়ি পর্যন্ত আধা কিলোমিটার এলাকাজুড়ে টাঙানো রয়েছে।
/ এআর /