নাটোরে হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার

নাটোরে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। দায়রা জজ মো. রেজাউল করিম বৃহস্পতিবার দুই বছর আগের এ মামলার এ রায় ঘোষণা করেন। এছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে।
সাজাপ্রাপ্ত মো. শাহমিম (২৬) ও তার বন্ধু রমিজান আলম (২৩) পলাতক রয়েছেন।
নাটোরের পিপি সিরাজুল ইসলাম মামলার নথির বরাতে বলেন, সদর উপজেলার মোস্তফি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রুপালি (২৩) বিয়ের পর ২০১৬ সালের ২২ ডিসেম্বর বগুড়া থেকে নিখোঁজ হন। তিন দিন পর নাটোরের সিংড়া উপজেলার দোপুকুরিয়া গ্রামে তার আগুনে ঝলসানো লাশ মেলে। রাজ্জাক সিংড়া থানায় জামাতা শাহমিমসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
উল্লেখ্য, তদন্তকালে গ্রেফতার হয়ে শাহমিম ও রমিজুল দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তদন্ত শেষে থানার এসআই দেবব্রত দাস ২০১৭ সালের ৩১ মার্চ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরে দুই আসামিই জালিয়াতি করে জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিয়ে আসছিলেন। জালিয়াতির ঘটনা ফাঁস হলে তারা আত্মগোপন করেন। আসামিরা গ্রেফতার হওয়ার দিন থেকে রায় কার্যকর হবে বলে তিনি জানান।
এসএইচ/