ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

প্রথমার্ধে ১-০ তে এগিয়ে ফ্রান্স

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৭ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার

প্রথমার্ধে পেরুর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ফ্রান্স। ফ্রান্সের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়ার ম্যাচে দলকে প্রথম গোল এনে দিয়েছেন পিএসজি তারকা এমবাপ্পে। বক্সের মধ্যে গোলের লক্ষ্যে ভালো একটি শট নেন চেলসি স্ট্রাইকার জিরুদ। তার বলটি ফাঁকায় পেয়ে গোলে ঠেলে দেন এমবাপ্পে। দল পায় প্রথম লিড। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় গোল করেন ফ্রান্সের তরুণ এই তারকা।

ম্যাচের শুরু থেকেই দারুণ কিছু কাউন্টার অ্যাটাক করে ফ্রান্স। তাদের দ্রুত গতির কাউন্টারগুলো পেরু শিবিরে বেশ ভয় ধরিয়ে। ম্যাচের ১১ মিনিটে ২৫ গজ দূর থেকে ভালো একটি শট নেন পগবা। ১৪ মিনিটে কর্ণার থেকে ভারানের নেওয়া হেডে প্রায় গোল পেয়ে গিয়েছিল ব্লাুসরা। ২৫ মিনেট এমবাপ্পে বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন ওঠে। তবে তা নাকচ হয়ে যায়।

 

এসএইচ/