ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড

প্রকাশিত : ০২:৩২ পিএম, ২২ জুন ২০১৮ শুক্রবার

ইন্দোনেশিয়ার এক ধর্মীয় নেতাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে। ২০০৬ সালে দেশটির রাজধানী জাকার্তার একটি রেস্টুরেন্টে আত্মঘাতী হামলা চালানোর দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, আইএসআইএল জঙ্গিরা ওই ক্যাফেতে হামলা চালায়।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আমান আব্দুররহমান। পুলিশ ও মামলার প্রসিকিউটররা জানিয়েছে, আমান আইএসআইএল’র এক সক্রিয় কর্মী। ৫ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

বিচার চলাকালে আদালত প্রাঙ্গনে আদা সামরিক বাহিনীর সদস্যরা ঘিরে রাখে। এদিকে গতমাসেও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সারাবায়াতে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটে।

সূত্র: বিবিসি
এমজে/