ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

নাইজেরিয়া বনাম আইসল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে আর্জেন্টিনা

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২২ জুন ২০১৮ শুক্রবার

আর কিছু সময় পর রাশিয়ার ভলগোগ্রাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে নাইজেরিয়া ও আইসল্যান্ড। এই দুই দেশের দর্শক তো বটেই,  গোটা আর্জেন্টিনা তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। এই ম্যাচের ফলাফল ব্যাপক প্রভাব ফেলবে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়া না যাওয়ার সম্ভাবনায়।

বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত নয়টায় শুরু হবে এই খেলা। এই ম্যাচের দলগুলোর জয় পরাজয় কিংবা ড্র করার ওপর নির্ভর করবে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণ। তবে খেলা যদি  জয়-পরাজয়ে শেষ হয় সেক্ষেত্রে আর্জেন্টিনা চাইবে গোল ব্যবধান যেন বেশি না হয়। কারণ গোল ব্যবধান বেশি হলে তা বিপদে ফেলতে পারে আর্জেন্টিনাকে।

এদিকে নিজেদের প্রথম বিশ্বকাপ ইতিহাসে শক্তিশালী আর্জেন্টিনার সাথে প্রথম ম্যাচে ড্র করে আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান করছে আইসল্যান্ড। আর নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হারের পর আজকের ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে নাইজেরিয়া। হেরে গেলে বিশ্বকাপের দ্বিতীয় রাউণ্ড এক প্রকার অনিশ্চিত হয়ে যাবে তাদের জন্য।

সম্ভাব্য লাইন আপ

নাইজেরিয়া

উজোহো (গোলরক্ষক), ইদৌ, দিদি, একং, বালোগান, মুসা, ইতেবো, মাইকেল (অধিনায়ক), মজেজ, হেয়ানাকো, অমেইরো

কোচঃ রহার গার্নট

আইসল্যান্ড

হালডারসন (গোলরক্ষক), সেভারসন, সিগার্ডসন, জার্নাসন, ফিনবোগাসন, আরনাসন, গুন্নারসন (অধিনায়ক), ম্যাগনুসন, গিসলাসন, বডভারসন।

কোচঃ হিমের হালগ্রিমসন