ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ থাকছে আরও এক বছর

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৩ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০১:২৫ পিএম, ২৩ জুন ২০১৮ শনিবার

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরও এক বছর বৃদ্ধি করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়াকে ‘অসাধারণ হুমকি’ হিসেবে উল্লেখ করে অবরোধের এই মেয়াদ বৃদ্ধি করে ট্রাম্প প্রশাসন।

প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল শুক্রবার এক নির্বাহী আদেশে অবরোধের এই মেয়াদ বৃদ্ধি করেন। অবরোধের মূল আদেশটি দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তবে সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে ট্রাম্পের বৈঠকের পরেও এমন সিদ্ধান্ত আসায় বিস্মিত বিশ্বনেতারা। সিঙ্গাপুরের ঐ বৈঠকের পর উত্তর কোরিয়ার আর ‘হুমকি নয়’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

গতকালের ঐ অবরোধের আদেশে বলা হয় যে, কোরিয়ান অঞ্চলে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক কূটনীতি এবং অর্থনীতির প্রতি উত্তর কোরিয়া সরকারের বর্তমান আচরণ এখনো এক বড় হুমকি। আর সে কারণেই পুরনো অবরোধের মেয়াদ নতুন করে বাড়ানো হয়।

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি উত্তর কোরিয়া।

সূত্রঃ আল জাজিরা

//এস এইচ এস//