ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

জয় পেয়েছে জার্মানি

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২৪ জুন ২০১৮ রবিবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার

বিশ্বকাপে সুইডেনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠার লড়াইয়ে ভাল ভাবেই টিকে রইলো বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। রিউস ও টনি ক্রুসের গোলে সুইডেনকে ২-১ গোলে হারায় জোয়াকিম লোর  শিষ্যরা। সুইডেনের পক্ষে গোলটি করেন টোইভোনেন।

শিল্পীরাও বোধহয় এত সুন্দর করে ম্যাচের দৃশ্যপট আঁকতে পারতেন না। ম্যাচের ৯৪ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় জার্মানি। তখন খেলার ফলাফল ১-১। ড্র করলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা অনেকটাই শেষ হতো জার্মানির। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে ওঠা অনেকটাই নিশ্চিত হতো সুইডেনের। কিন্তু সব সমীকরণকে একটি শটেই পাল্টে দিলেন টনি ক্রুস। তার দুর্দান্ত ফ্রি কিকে সুইডেনকে শেষ সময়ের গোলে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল জার্মানি।

এর আগে ম্যাচের ৩২ মিনিটে টনি ক্রুসের ভুল পাসে তোইভোনেনের গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইডেন।

বিরতির পর একের পর এক আক্রমণে সুইডেনকে কোনঠাসা করে রাখে মুলার- টনি ক্রুসরা। ম্যাচের ৪৮ মিনিটে মার্ক রয়েস গোল করলে সমতায় ফেরে জার্মানি।

২৭ জুন জার্মানি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ও সুইডেন মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে।