ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

সেবা না পাওয়ায় নগরীর ভোটাররা ক্ষুব্ধ (ভিডিও)

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২৪ জুন ২০১৮ রবিবার

ভাঙা রাস্তাঘাট আর জলাবদ্ধতায় নাস্তানাবুদ গাজীপুরের মানুষ। বেশ কবছর আগে সিটি করপোরেশন পেলেও অবকাঠামোর কাঙ্খিত উন্নয়ন হয়নি। গুণেছেন শুধু ট্যাক্সের টাকা। ন্যূনতম সেবা না পাওয়ায় ক্ষুব্ধ নগরীর ভোটাররা।

অল্প-স্বল্প বৃষ্টি হলেই ডুবে থাকে টঙ্গীর বেশিরভাগ রাস্তা। জলাবদ্ধতার কবল থেকে সহসা মুক্তি মেলে না নগরবাসীর।

দিন কিংবা রাতের আলোচনায় গাজীপুরের মানুষের কাছে প্রধান হয়ে উঠেছে বহুমাত্রিক ভোগান্তি। ব্যস্ত নগরের পেশাজীবীদের অভিযোগ, এমন কোন এলাকা নেই যেখানে চলাচলের জন্য আছে ভালো কোন রাস্তা।

ঘুরেফিরে তাই সার্বিক উন্নয়ন প্রসঙ্গই প্রধান হয়ে উঠেছে ভোটের আলোচনায়।