ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

কাতারে আ. লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাতার প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার

বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছ বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা। শনিবার দোহার নাজমা রমনা রেস্তোরাঁয় এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার তানিম আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, মোঃ কফিল উদ্দিন, মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ ভুইঞা, কাজী হাসান বিল্লাহ, জামাল আহমদ, কাজী আশরাফ, আল আমিন, মোল্লা রাজ রাজিবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল, আওয়ামী লীগ মানেই বাঙালি জাতীয়তাবাদের মূলধারা। আওয়ামী লীগ মানেই সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। বাংলাদেশের কাদা-মাটি গায়ে মাখা খেটে খাওয়া মানুষের কাফেলা। আওয়ামী লীগ মানেই জাতির অর্জন, সমৃদ্ধি আর সম্ভাবনার স্বর্ণালি দিন।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আবারও জয়যুক্ত করতে হবে।

একে//