ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

চট্টগ্রামে বাড়ছে কিশোর অপরাধ (ভিডিও)

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার

চট্টগ্রামে আশংকাজনকভাবে বাড়ছে কিশোর অপরাধ। স্কুল কিংবা পাড়া-মহল্লা ভিত্তিক গ্রুপিং ও আধিপত্যের জের ধরে প্রায়ই ঘটছে মারামারির ঘটনা। কখনো কখনো তা গড়াচ্ছে খুনোখুনিতে। নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি মাদকাসক্ত হয়ে পড়ছে অভিজাত পরিবারের সন্তানেরাও। এজন্য প্রযুক্তির অপব্যবহার ও সমাজিক মূল্যবোধের অভাবকেই দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা।

নগরীর চট্টেশ্বরী এলাকায় অবস্থিত মুনো ক্যাফে রেস্টুরেন্ট। ১৭ জুন বিকেলে রেস্টুরেন্টে বসে প্রেমিক আনাস ও বন্ধুদের নিয়ে গল্প করছিলেন ও লেভেলের শিক্ষার্থী অভিজাত পরিবারের সন্তান উম্মে আইমন শিন। এ সময় তার সাবেক প্রেমিক জিহাদ ও তার বন্ধুরা রেস্টুরেন্টটিতে আসে। তাকে শায়েস্তা করতে শিন তার ব্যাগ থেকে আনাসকে ছুরি বের করে দেয়।  যা দিয়ে জিহাদ ও তার বন্ধু ওয়াসেফ জামানকে আঘাত করেন আনাস। এই পুরো ঘটনা ধরা পড়ে রেস্টুরেন্টে লাগানো গোপন ক্যামেরায়।

পরে আহত জিহাদকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ শিনসহ তার দুই বান্ধবী নিশাত, মাইশা ও দুই বন্ধুকে গ্রেফতার করে। ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও  দেয় শিন।

একইদিন রাতে নগরীর হালিশহরে কিশোরের একটি গ্রুপ ছুরিকাঘাত করে খুন করে সুমন নামের আরেক কিশোরকে। এছাড়া সম্প্রতি স্কুল ছাত্রী তাসফিয়া কিংবা ব্যাংক কর্মকর্তা সজল নন্দী খুনের ঘটনায়ও কিশোরদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ।

এ ধরনের অপরাধ ঠেকাতে সন্ধ্যার পর কিশোর-শিক্ষার্থীরা বাইরে আড্ডা দিলে তাদের গ্রেফতারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। তবে কিশোর অপরাধ ঠেকাতে পারিবারিক-সামাজিক অনুশাসন ও অভিভাবকদের সচেতনতা বাড়ানোর উপরও  জোর দিয়েছেন তারা।

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড থেকে বিচ্ছিন্ন থাকাসহ নানাভাবে মানসিক বিকাশের পথ বন্ধ হয়ে পড়ায় কিশোর-কিশোরীদের মধ্যে অপরাধ প্রবনতা বাড়ছে  বলে মনে করছেন এই সমাজবিজ্ঞানী।

মানব জীবনের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সময় কৈশোরকাল। এসময় সন্তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দিয়ে অপরাধ প্রবণতা কমাতে অভিভাক-শিক্ষকসহ সবাইকে এগিয়ে আসার পরামর্শ সমাজবিজ্ঞানীদের।