ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

গাজীপুরে ব্যাংক বন্ধ কাল

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২৫ জুন ২০১৮ সোমবার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের কারণে মঙ্গলবার ওই এলাকার সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে। সোমবার বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, গাজীপুরে মঙ্গলবার সিটি করপোরেশন নির্বাচন হবে। এর আগে ভোটের দিন গাজীপুর সিটি করপোরেশন এলাকার সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি কল-কারখানা বন্ধ রাখার নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার ফলে গাজীপুর সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত অফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা মঙ্গলবার বন্ধ থাকবে।

এসএইচ/