ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

অভিযোগ নেই, ভোট সুষ্ঠু হচ্ছে: ইসি

প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৫৬ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের প্রায় ৫ ঘণ্টা অতিবাহিত হয়েছে। তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন ইসির কাছে তেমন কোন অভিযোগ আসেনি বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল। একইসঙ্গে ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আজ সকাল ১০টার দিকে নিজ কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, ‘অবশ্যই আশা করছি, ৪টা পর্যন্ত অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে বিএনপি প্রার্থী কয়েক দিন ধরে দু-একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

রকিব মণ্ডল আরও বলেন, ‘নির্বাচন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো সিটি করপোরেশন এলাকা। নির্বাচনী এলাকায় টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ নির্বাচনী এলাকার সব অফিস, কল-কারখানা, স্কুল-কলেজসহ প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

টিআর/ এমজে