ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

নির্বাচন বন্ধের দাবি বিএনপির

প্রকাশিত : ০২:০০ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:২১ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার

অনিয়মের অভিযোগ এনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ বন্ধে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

হাসান উদ্দিন সরকার বলেন, `সকাল থেকে এ পর্যন্ত শতাধিক কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে সীল মারা হয়েছে। এমন অভিযোগ করলেও ব্যবস্থা গ্রহণ করছে না ইসি। এসময় তিনি বলেন, যদি ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হন  তাহলে নির্বাচনে ভোট গ্রহণ  বন্ধ করুন।  

নির্বাচন বর্জন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, `না, নির্বাচন বর্জন করব না। তবে নির্বাচন কমিশনকে বলছি তারা যেন নির্বাচন বন্ধ করেন। নইলে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।

 টিআর/ এমজে