গাজীপুরে ৩০ কেন্দ্রে এগিয়ে নৌকা
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:৫৬ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩০ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীক এগিয়ে রয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২০ হাজার ২৯৮ এবং বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের ধানের শীষে ভোট পেয়েছেন ১৫ হাজার ১৮৬ ভোট। মোট ভোট কেন্দ্র ৪২৫টি।
মঙ্গলবার প্রিজাইডিং অফিসার সেলিম উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। এ সিটিতে এবার নতুন ভোটার এক লাখ ১১ হাজার।
কেআই/এসএইচ/