ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

গাজীপুর সিটির ৭৯ কেন্দ্রের ফল

নৌকা- ৮৮৭০৯ : ধানের শীষ- ৩৮৮৫০

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:২৩ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। ভোট গণনা চলছে। ৪২৫ কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীক পেয়েছে ৮৮ হাজার ৭০৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ৩৮ হাজার ৮৫০ ভোট। এতে ৭৯ কেন্দ্রে নৌকা ধানের শীষের চেয়ে ৪৯ হাজার ৮৫৯ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছে।

মঙ্গলবার প্রিজাইডিং অফিসার সেলিম উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। এ সিটিতে এবার নতুন ভোটার এক লাখ ১১ হাজার।

এসএইচ/