সৌদি থেকে ফিরল আরও ২২ নারী শ্রমিক
প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার

সৌদি আরব থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০ ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরো ২২ জন নারী শ্রমিক পৌঁছেছেন। মঙ্গলবার বিকাল ৪টা ৫ মিনিটে পৌঁছান তারা।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য কর্মকর্তা আল আমিন গণমাধ্যমকে জানান, আজ (মঙ্গলবার) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ২২ জন নারী শ্রমিক দেশে ফিরেছেন।
তিনি আরও জানান, তাদের মধ্যে চারজনকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে সেই দেশ থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা রিয়াদের ইমিগ্রেশন ক্যাম্পে অবস্থান করছিলেন।
উল্লেখ্য, গত ৩ মে ৩৫ জন, ১২ মে ২৭ জন, ১৯ মে ৬৬ জন, ২৩ মে ২১ জন, ২৭ মে ৪০ জন এবং ৩ জুন ২৯ জন, ১৮ জুন ১৬ জন এবং ১৯ জুন ২৭ নারী শ্রমিক দেশে ফিরেছেন। বিমানবন্দরের প্রবাস কল্যাণ ডেস্ক থেকে এ তথ্য পাওয়া যায়।
এমএইচ/ এসএইচ/