গাজায় নতুন করে যুদ্ধ শুরুর হুমকি ইসরায়েলের
প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৭ জুন ২০১৮ বুধবার

অধিকৃত ফিলিস্তিনির গাজায় নতুন করে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির বিচার বিভাগীয় মন্ত্রী আয়দাল সেকদ বলেন, ফিলিস্তিনিরা যদি ইসরায়েলের কৃষি খামার ও সেনা ছাউনি লক্ষ্য করে উড়ন্ত ঘুড়ি চালানো বন্ধ না করে তাহলে ইসরায়েল ফের যুদ্ধে জড়িয়ে যাবে। অন্যদিকে হামাস যুদ্ধ ডেকে আনছে জানিয়ে মন্ত্রী বলেন, হামাস পরিস্থিতি আরও খারাপ করছে।
ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ ঘরে ফেরা আন্দোলন লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরেই ফিলিস্তিনিরা ইসরায়েলের বিভিন্ন কৃষি খামার লক্ষ্য করে ঘুড়ি উড়িয়ে ছেড়ে দিচ্ছেন। হাজার হাজার ঘুড়ি ড্রোন দিয়ে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে দেশটির কৃষিখাতের ব্যাপক ক্ষতি হচ্ছে। চলতি বছরের ৩০ মার্চ থেকে বিকল্প এই ঘুড়ি উড়ানোর পদ্ধতি চালু করেছে ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনিরা ওই ঘুড়িগুলোর সঙ্গে ককটেইল বেঁধে দিচ্ছেন বলে ইসরায়েলি মন্ত্রী অভিযোগ করেন। সেকদ বলেন, ইসরায়েল নতুন ক্ষেপনাস্ত্র তৈরি করেছে, যার মাধ্যমে ঘুড়িগুলোকে মাঠিতে নামিয়ে আনা সম্ভব হবে। এদিকে যে শিশুগুলো ওই ঘুড়ি উড়াচ্ছে, তাদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন মন্ত্রী সেকদ। তিনি বলেন, ওই সন্ত্রাসীদের দমন করবে ইসরায়েলি বাহিনী। এ জন্য প্রয়োজনে যুদ্ধ করতেও প্রস্তুত দেশটি।
এদিকে দেশটির নিরাপত্তামন্ত্রী জিলাড এরদানও সেকদের সুরে কথা বলেছেন। হুরিয়াত নিউজের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, এরদান বলেন ঘুড়িগুলো উড়ানো যদি বন্ধ না হয়, তাহলে ইসরায়েলি সেনারা যুদ্ধে জড়িয়ে পড়তে প্রস্তুত। আর খুব শিগগিরই ফের বড় ধরণের অভিযানে নামবে সেনাবাহিনী, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন এরদান।
সূত্র: মিডল ইস্ট মনিটর
এমজে/