ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

প্রধানমন্ত্রী হয়েও সন্তানের পড়ার খরচ দিতে পারিনি: শেখ হাসিনা

প্রকাশিত : ১০:২৫ এএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার

ছেলে সজীব ওয়াজেদ জয়ের লেখাপড়ার খরচ দিতে পারেননি বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমার দ্বিধা হলো- কাকে বলবো টাকা দিতে বা কীভাবে আমি টাকা পাঠাবো বুঝতে পারিনি। কার কাছে দেনা করবো। আমার কারণে তার পড়া হলো না। দুটো সেমিস্টার করে তাকে বিদায় নিতে হলো। প্রধানমন্ত্রী বলেন, পরে ২০০৭ সালে আমি তাকে হার্ভার্ডে আবেদন করার অনুরোধ করার পর সত্যি সে আবেদন করলো। এবং চান্স পেয়ে গেলে। এছাড়া রেহানার মেয়ে অক্সফোর্ডে চান্স পেয়েছে, সে পড়াশুনা করলো স্টুডেন্ট লোন নিয়ে। তারপর পড়াশুনা শেষে চাকরি করে লোন শোধ দিলো।’

বুধবার জাতীয় সংসদে ২০১৮-১৯ সালের বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা পড়াশুনা করেছে, চাকরি করেছে। পড়ার মধ্যে গ্যাপ দিয়ে চাকরি করে আবারও লেখাপড়া করেছে। এইভাবে পড়েছে তারা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জয় পড়াশুনা করা অবস্থায়ও ঘণ্টা হিসেবেও কাজ করেছে। প্রতি ঘণ্টা একটা ডলার পেত, সেটা দিয়ে তার চলতো। সব থেকে দুঃখের কথা- আমার ছেলে ব্যাঙ্গালোরে পড়লো, ব্যঙ্গালোর ইউনিভারসিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট হলো। এরপর কিছুদিন চাকুরি করলো। এরপর আরও উচ্চশিক্ষার জন্য এমআইটি’তে (আমেরিকা) চান্স পেল। কিন্তু আমি তার শিক্ষার খরচটি দিতে পারিনি। দু’টো সেমিস্টার পড়ার পর নিজে কিছু দিলো, আমাদের কিছু বন্ধুবান্ধব সহযোগিতা করলো। যার জন্য সামনে যেতে পারলো।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাতদিনের মধ্যে সবসময় সবজি বা ডালভাত খেতে হতো, একটি মাত্র দিন শুধু মাংস খেতে পারতো। এভাবে কষ্ট করে করে এরা বড় হয়েছে।’

একে//