ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবিতে ফেনীতে মানববন্ধন 

প্রকাশিত : ০৯:৪২ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪৩ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার

ফেনীর ফুলগাজী-পরশুরামের মুহুরী ও কহুয়া নদী তীরবর্তী স্থানে স্থায়ী টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাধঁ নির্মাণ ও ক্ষতিগ্রস্থ দরিদ্র সাধারণ জনগনের জন্য বিশেষ ঋণ দেয়ার দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি আর্কষনে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।  

‘ভিটে মাটি রক্ষা চাই, স্থায়ী টেকসই বাধঁ চাই’ এ স্লোগান নিয়ে ফুলগাজী, পরশুরামের ক্ষতিগ্রস্থ জনগন এতে অংশ নেন। সমাজসেবক শেখ ফজলে ইমাম রকির সভাপতিত্বে ও সাংবাদিক মো. মুহিববুল্লাহ ফরহাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফুলগাজীর দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারি, সাংবাদিক আজাদ মালদার, দিলদার হোসেন স্বপন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লতিফ খান রায়হান।

এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রন্জু, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুর রহমান, সময় টেলিভিশনের রিপোর্টার আতিয়ার সজল, এস এ টিভির জেলা প্রতিনিধি মাইনুল রাসেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী শাখার সাধারণ সম্পাদক জুলহাস তালুকদার, দৈনিক অজেয় বাংলার স্টাফ রিপোর্টার শেখ আশিকুন্নবী সজীব, সাংস্কৃতিক কর্মী সাম্য লীনা প্রমুখ।

বক্তারা অবিলম্বে ফুলগাজী, পরশুরাম উপজেলার মুহুরী ও কুহুয়া নদী তীরবর্তী স্থানে স্থায়ী ও টেকসই বন্যা নিয়ন্ত্রণে বাধঁ নির্মাণের জোর দাবী জানান। তারা বলেন, আমরা ত্রাণ চাই না আমরা স্থায়ী ভাবে বাধঁ নির্মাণ চাই।

এর আগে চলতি মাসে ২ দফায় বন্যায় মাছের ঘের, মুরগি খামার, টয়লেট, টিউবওয়েল, ফসলি জমি তলিয়ে কোটি কোটি টাকার ক্ষতি হয়। বিধ্বস্ত হয়ে পড়ে দু উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা।

এসি