ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

চুল কালো করার ঘরোয়া উপায়

প্রকাশিত : ১১:৫৬ এএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:১৭ এএম, ২ জুলাই ২০১৮ সোমবার

চুলে পাক ধরেছে! বাজারে রয়েছে হরেক রকমরে চুল কালো করার কেমিক্যাল। কিন্তু ওই কেমিক্যাল চুল কালো করবে ঠিকই। কিন্তু কোন কোন সময় এই কেমিক্যাল আপনার চুলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

তাই আর দেরি না করে নিজেই তৈরি করে ফেলুন চুল কালো করার ঘরোয়া টোটকা। কিভাবে এটি তৈরি করবেন তা উপস্থাপন করা হলো।

উপকরণ

৫টা পাতিলেবু , ৫ কোয়া রসুন, ১ কাপ মধু আর ১ কাপ ফ্ল্যাক্স সিডের তেল।

তৈরি করার পদ্ধতি

উপাদানগুলো একসঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে নিন। লেবুর খোসা না ছাড়ালেও অসুবিধে নেই। এবার, এই ঘন মিশ্রণটা একটা কাচের পাত্রে ঢেলে রাখুন।

খাওয়ার নিয়ম

প্রতিদিন সকাল, দুপুর  এবং রাতে খাওয়ার আগে এই মিশ্রণটি এক চা চামচ করে খেয়ে নিন। তিন মাস খেলে আপনার পাকা চুল কালো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, দৃষ্টিশক্তিও ভাল হবে।

 এমএইচ/ এসএইচ/