ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

বৃষ্টির প্রভাবে বেড়েছে চট্টগ্রামে পণ্যমূল্য [ভিডিও]

প্রকাশিত : ১১:০৫ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার

টানা বৃষ্টির প্রভাব পড়েছে চট্টগ্রামের বাজারে। বেড়েছে শাক সবজি ও মাছের দাম।

বৃষ্টি হলে সবজির দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের দাবী করেছেন ক্রেতারা।

গেল কয়েক সপ্তাহের টানা বৃষ্টির প্রভাব পড়েছে চট্টগ্রামের কাঁচা বাজারে। বেড়েছে সব ধরনের শাক সবজির দাম। সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় বাজারে সাগরের মাছের সরবরাহ কম।

গত সপ্তাহের তুলনায় বিভিন্ন সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। মাছের দামেও নেই স্বস্তি। কিছুটা স্বাভাবিক মুরগীর দাম।

দাম বৃদ্ধির কারণ হিসেবে বরাবরের মত সরবরাহ কম থাকাকেই দায়ী করলেন ব্যবসায়ীরা।

তবে বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত নজরদারীর কথা বলছেন ক্রেতারা। বাজারে এ দিন অন্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে।  

ভিডিও: 

এসি