ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

ফের উত্তপ্ত গাঁজা, আহত ৪ শতাধিক

প্রকাশিত : ১১:৪৪ এএম, ৩০ জুন ২০১৮ শনিবার | আপডেট: ১১:৪৪ এএম, ৩০ জুন ২০১৮ শনিবার

দুই মাসেরও বেশি সময় ধরে ঘরে ফেরা আন্দোলন চালিয়ে যাচ্ছে গাঁজার অধিবাসীরা। গাঁজা-ইসরায়েল সীমান্তে জড়ো হয়ে আবারও বিক্ষোভ করেছে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক। আজ থেকে ৭০ বছর আগে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েল প্রতিষ্ঠার সময়, সেখানকার শান্তিকামী মানুষদের উচ্ছেদ করে ইসরায়েলি বাহিনী।

চলতি বছরের ১৫ মে এই ঘরে ফেরা আন্দোলন শুরু হয়। ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে ওই এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে দাবি করে, ঘরে ফেরা আন্দোলন শুরু করে ফিলিস্তিনিরা। গত শুক্রবার ফের আন্দোলন ছড়িয়ে পড়ে। গত দেড় মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৩৫ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া অবরুদ্ধ গাঁজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ১৫ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন আরও অনেকে।

এদিকে গত শুক্রবারও ঘরেফেরা আন্দোলনে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাাঁজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন কয়েক শতাধিক বিক্ষোভকারী। নিহত ওই দুইজন হলেন ১৪ বছর বয়সী ইয়াসির আবু আল নাজা ও মুহাম্মদ ফাওজি হামাইদেহ। এদিকে গত শুক্রবারের হামলায় আহত হওয়া ৪১৫ জনের ১১ জনই শিশু। এদিকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।