ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী ট্রেনের ৯টি ট্যাংকার লাইনচ্যুত

প্রকাশিত : ০৯:২৩ এএম, ১ জুলাই ২০১৮ রবিবার

ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের জ্বালানি তেলবাহী ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে লাইনচ্যুত সব ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়েছে পাশের রাস্তা ও খালে।  এ ঘটনার পর থেকে একটি লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অন্য লাইনে ট্রেন চলাচল অব্যাহত আছে।

শনিবার রাত সাড়ে ১০টায় এই দুর্ঘটনা  ঘটে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিস,পুলিশসহ রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

ট্রেনটির পরিচালক আরমান হোসেন মজুমদার জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে আসার পরই বিকট শব্দ পাওয়া যায়। এরপরই একে একে নয়টি ট্যাংকার লাইনচ্যুত হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শোয়েব আহমেদ জানান, দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে না। ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

একে//