ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

বন্যায় মৌলভীবাজারের ৫ কিলোমিটার রাস্তা ভেঙ্গে গেছে(ভিডিও)

প্রকাশিত : ১০:৪৬ এএম, ১ জুলাই ২০১৮ রবিবার

বন্যায় মৌলভীবাজারের চাতলাপুর চেকপোস্ট ও শুল্ক স্টেশন থেকে শমশেরনগর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা ভেঙ্গে গেছে। এতে  ১৩ জুন থেকে বন্ধ রয়েছে স্থল বন্দরের কার্যক্রম। ক্ষতির মুখে পড়ছেন আমদানী-রপ্তানীকারকরা। এছাড়া কমে গেছে পর্যটকদের আনাগোনাও।

একসময় পর্যটক এবং আমদানী-রপ্তানীকারকদের আনাগোনায় মুখরিত থাকতো এই পথটি। কিন্তু বন্যায় রাস্তা ও ব্রীজ ভেঙ্গে যাওয়ায় এখন নেই কর্মচাঞ্চল্য । মালামাল আনা-নেয়া করতে না পারায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

একই অবস্থা ভারতীয় আমদানী রপ্তানীকারীদেরও।

আমদানি-রপ্তানি বন্ধ থাকায় আর যাত্রী যাতায়াত কমার কারণে কমেছে রাজস্ব আয়ও।

তবে সড়ক বিভাগ শোনালো আশ্বাসের কথা।

অর্থনীতিকে সচল রাখতে দ্রুত সড়কটি মেরামত প্রয়োজন বলে জানান ভুক্তভোগীরা।