ঢাকা, মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫,   কার্তিক ৫ ১৪৩২

"উই"এর ঈদ আড্ডা 

প্রকাশিত : ১১:৩৬ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০৩:৫৮ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

গতকাল শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে একটি হোটেলে উই’র সভাপতি নাসিমা আক্তার নিসার সভাপত্বিতে অনুষ্ঠিত হয়েছে ঈদ আড্ডা। এতে উপস্থিত ছিলেন অনলাইন ই-কমার্সের বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ নারী উদ্যোক্তা।

বিভিন্ন ধরনের সভা-সেমিনার ছাড়াও ‘উই’ নারী উদ্যোক্তাদের জন্য অলাইন মাকেটিং নিয়ে বিভিন্ন ইভেন্ট ও মেলার আয়োজন করে থাকে। 

অনলাইনে বিজনেস করে সফলতা পাওয়া "অপরাজিতা" দের প্ল্যাটফর্ম উই এর আড্ডায় অংশ নেন চল্লিশ জন প্রতিষ্ঠীত নারী উদ্যোক্তা। অংশগ্রহণকারী নারীদের সাথে কথা বলে জানা গেছে, তারা এই ধরণের আয়োজনের জন্য মুখিয়ে থাকেন। উই এর প্রতিষ্টাতা ও চেয়ারম্যান নাসিমা আক্তার নিশা বলেন, "যান্ত্রিকতার বাইরে একটি দিন হলো আমাদের জন্য।সবাইকে অনেক অনেক ধন্যবাদ "উই" এর পাশে থাকার জন্য।"

আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, দিনব্যাপী আয়োজনে রেফেল ড্র, লাঞ্চ, ঈদ উপহার বিতরণ, আনলিমিটেড ফটোগ্রাফি ছিলো।

ভবিষ্যতে "উই" নারীদের জন্য আরো বেশকিছু উদ্যোগ হাতে নিচ্ছে, যেগুলোতে প্রচুর নারীকে দক্ষ মানবসম্পদে রুপান্তর করবে।

এসি