ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

নদী ভাঙনে ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান (ভিডিও)

প্রকাশিত : ১১:০২ এএম, ২ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০৫:১৭ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

কুড়িগ্রামে নদীর ভাঙনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। বেশ কয়েকটি স্কুলে ফাটল দেখা দেয়ায় কমে গেছে শিক্ষার্থীর সংখ্যা। ঝুঁকিপূর্ণ বিদ্যালয় নিয়ে উদ্বেগে রয়েছেন শিক্ষক-অভিভাবকরা।

ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রামের নদ-নদীতে শুরু হয় ভাঙন। একে একে বসতবাড়ি, স্কুল, গাছপালা ও আবাদি জমি নদী গর্ভে বিলীন হতে থাকে। একসপ্তাহ আগে ধরলা গ্রাস করে সদর উপজেলার  নন্দদুলালের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন।

তখন থেকে টিনের চালার নিচে কোনোরকমে চলছে  ১৯২ শিক্ষার্থীর লেখাপড়া। একটু বৃষ্টি হলেই  চালার নিচে পানি জমে । এতে নষ্ট হয়  বই-খাতা-পোশাক।

ইউনিয়নের বড়াইবাড়ি  প্রাথমিক বিদ্যালয়ে ফাটল দেখা দেয়ায়, কমে গেছে শিক্ষার্থীর সংখ্যা।

ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা করা হবে বলে জানান জেলা প্রশাসক।

শিক্ষার পরিবেশ নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।