ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ট্রাম্প আদলে মাদক বড়ির সন্ধান যুক্তরাষ্ট্রে 

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখাবয়বের সাথে মিল আছে এমন এক নতুন ধরণের মাদক বড়ির সন্ধান পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে এই মাদক বড়ি উদ্ধার  করে সেখানকার পুলিশ। মাদক বড়িটির নাম দেওয়া হয়েছিল ‘গ্রেট এগেইন’।  

ইন্ডিয়ানায় দুই দফায় ছয় দিনব্যাপী চলে মাদক বিরোধী এই অভিযান।  প্রথম দফায় জুনের ১৯ তারিখ থেকে ২১ তারিখ এবং দ্বিতীয় দফায় জুনের ২৬ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলে এই অভিযান। ‘অপারেশন ব্লু  এনভিল’ নামের এই বিশেষ অভিযানে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশসহ মোট ৯টি সংস্থা অংশ নেয়।

অভিযানের সময় কমলা রঙের ঐ মাদক বড়ি উদ্ধার করে পুলিশ। পুলিশ এর নাম দিয়েছে ‘ট্রাম্প শেপড এস্টাসি পিলস’। এর আগেও জার্মানীতে ট্রাম্পের আদলের প্রায় পাঁচ হাজার মাদক বড়ি উদ্ধার করা হয়েছিল। এই বড়ি ছাড়াও কোকেন, হিরোইন, এলএসডি, মিথামফেটামিন, গাঁজাসহ বিভিন্ন ধরণের কয়েক হাজার মাদক দ্রব্য জব্দ করা হয় ঐ অভিযানে। 

অভিযানে এখন পর্যন্ত ১২৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ানা পুলিশ।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস//এসি