ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

অনুমোদন ছাড়াই চলছে ম্যাক্স হাসপাতাল [ভিডিও]

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ০৭:৪৬ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স দিয়ে অবৈধভাবে ব্যবসা করছে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতাল।

শিশু রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে উঠে এসেছে এমন তথ্য। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শিগগিরি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নগরীর বেসরকারি হাসপাতাল ম্যাক্সে চিকিৎসকদের ভুলে আড়াই বছরের শিশু রাইফা মৃত্যুর ঘটনা তদন্তে কাজ শুরু করেছে জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত পৃথক তিনটি তদন্ত কমিটি।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা রোববার রাত ১০টার দিকে প্রথমে ম্যাক্স হাসপাতালে তদন্ত কাজ শুরু করেন।

পরে রাত ১২ টার দিকে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন তদন্ত দলের সদস্যরা।

এসময় তদন্ত দলের প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)’র অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি অবৈধভাবে চলছে। পাশাপাশি দশ দিনের মধ্যে চট্টগ্রামের অন্যান্য অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের তালিকা দেওয়ারও নির্দেশ দেন তিনি ।

গত বৃহস্পতিবার জ্বর ও গলাব্যথা নিয়ে নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় সমকালের স্টাফ রিপোর্টার রুবেল খানের একমাত্র সন্তান রাফিদা খান রাইফাকে।

শুক্রবার রাতে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর খিঁচুনি বেড়ে দাঁত ভেঙে মুখ রক্তাক্ত হয়ে পড়ে তার।

ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ভর্তির ৩০ ঘণ্টার মধ্যে রাইফার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।