ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

কাতারে ৩দিন ব্যাপী সামার ফেস্টিভাল অনুষ্ঠিত  

এম এ সালাম, কাতার প্রতিনিধি

প্রকাশিত : ১০:০২ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

রাশিয়া ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কাতার সরকারের পক্ষ থেকে ৩ দিনব্যাপী সামার ফেস্টিভাল ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।    

শুক্রবার সন্ধা ৭টায় বাংলাদেশসহ ২১টি দেশের কমিউনিটি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। রাজধানী দোহার এক্সিভিশন এন্ড কনভেনশন সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কমিউনিটির পক্ষে বাংলাদেশ এম.এইচ.এম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মঞ্চে নাচে গানে সবাইকে মাতিয়ে  তোলেন।  

বাংলাদেশ স্কুল এন্ড কলেজে ভাইস প্রিন্সিপাল জুলফিকার আজাদ বলেন, আমরা এখানে অংশগ্রহণ করেছি কাতারের আয়োজনে দূতাবাস ও স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশকে তুলে ধরেছে।

একাদশ শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা বলেন, আমরা এখানে অংশগ্রহণ করেছি শুধুমাত্র আমাদের দেশের সাংস্কৃতিকে তুলে ধরতে।

এই ফেস্টিভালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আনোয়ার খুরশেদ (অবসরপ্রাপ্ত), শিক্ষক গোলাম ফারুক। অনুষ্ঠানে দেশীয় সংগীত পরিবেশন ও নৃত্য পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা, নৃত্য ও সংগীত পরিচালক ছিলেন স্কুলের শিক্ষিকা তানজিনা আক্তার। বিভিন্ন দেশের দর্শনার্থীদের পাশাপাশি বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন। 

কেআই/এসি